Saturday, March 29, 2014

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ৩০ মার্চ : পাকিস্তান ক্রিকেটের বিপক্ষে আক্ষেপ শব্দটি এখন বাংলাদেশের জন্য বিভীষিকার মতো। ৮টি টেস্ট, ৬টি টি-টোয়েন্টি ও ৩২টি ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু সফলতা শুধু একটি ওয়ানডে জয়। এমন না পাওয়ার আক্ষেপ শুধু পাকিস্তানের বিপক্ষেই। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় ৭ম টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হবে এই দু’দল। টাইগারদের পাকিস্তানের বিপক্ষে সব চেয়ে বড় না পাওয়ার আক্ষেপ দেশের মাটিতে কোন জয় তুলে নিতে না পারা। এশিয়া কাপে সুযোগটা প্রায় ধরাই দিয়েছিল মুশফিক বাহিনীর হাতে।
http://www.news69bd.com/?p=17989

No comments: